আমাদের শর্তাবলী সমূহ :
০১। আমরা বাংলাদেশ এর বাইরে কোনোভাবেই টাকা অথবা ডলার পাঠাই না।
০২। বিকাশ, নগদ ও রকেটে বাই/সেল উভয় অর্ডারে টাকার পরিমাণ রাউন্ড ফিগারে করার চেষ্টা করবেন। যেমন ৫০০,৫১০,৫২০ প্রতিটা সংখ্যার শেষে যেন শুন্য [০] থাকে। অথবা এরকম করতে পারেন; যেমন: ৫০৫,৫১৫,৫২৫ প্রতিটা সংখ্যার শেষে যেন [৫] থাকে। এ দুটি নিয়মের বাহিরে অর্ডার করলে ১-৩টাকা কর্তন করা হবে যা অফেরতযোগ্য।
০৩। এই ওয়েবসাইট টি শুধুমাত্র ফ্রীল্যান্সারদের সুবিধার জন্য পরিচালিত। কিছু প্রফিট এর বিনিময়ে এক ফ্রীল্যান্সার হতে অন্য ফ্রীল্যান্সার এর কাছে প্রয়োজনীয় ডলার পাঠানো এই ওয়েবসাইট করে থাকে। আমরা কোনো টাকাকে ডলার এ রূপান্তরিত করি না এটি একটি সাইট মাত্র। কেও জুয়া , কোনো অবৈধ সন্ত্রাসমূলক কাজের ক্ষেত্রে , এই ওয়েবসাইট হতে ডলার ক্রয় করবেন না অথবা কারো ডলার হ্যাক অথবা প্রতারণা করে বিক্রি করবেন না আপনার তথ্য প্রশাসনিক কাজে আমরা দিতে বাধ্য।
০৪। পেমেন্ট টাইম ১০-৩০মিনিট মিনিমাম সর্বোচ্চ ২ঘন্টা। অর্ডার করার সময় তাড়াহুড়া করবেন না এবং অর্ডার কমপ্লিট করার জন্য অ্যাডমিন কে বার বার কনক করবেন না মাথায় রাখবেন এটি অনেক সেনসেটিভ একটি জিনিস ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ট্রান্সেকশন এ ভুল হলে সেটির দায়িত্ব আপনার। সুতরাং সাবধান
০৫। কোনো স্প্যাম ট্রান্সেকশন করবেন না। এরকম কিছু আমরা দেখলে আপনার একাউন্ট সাথে সাথে ব্লক করা হবে।
০৬। আপনি যদি প্রতারণা কারীর কেউ হন এবং এটি যদি আমাদের কাছে প্রমান থাকে তাহলে আমরা আপনার ট্রান্সেকশন টি ব্লক করবো প্রয়োজন এ আমরা আইন এর সহায়তা নিবো সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
০৭। আপনার সমস্যার কারনে টাকা/ডলার রিফান্ড করা হলে ১০টাকা এবং ডলার হলে ১০সেন্ট সার্ভিস চার্জ কর্তন করে বাকীটা রিফান্ড করা হবে। রিফান্ড প্রযোয্য হলে ১-৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড দেওয়া হবে।
০৮। আমাদের কোম্পানি এর নামে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
০৯। আমাদের নাম দিয়ে কারো সাথে ফেসবুক অথবা অন্য কোনো মাধ্যমে কারো সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
আমরা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাদ্ধমে লেনদেন করি না। উপরের সকল তথ্য অনুসারে আমাদের সকল গ্রাহক দেড় কে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো।
১০। এছাড়া যেকোনো অবৈধ ও খারাপ কাজে আমাদের দেয়া ডলার অথবা টাকা টি নয় সেজন্য ভুলেও আমাদের কে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করবেন না। আপনার সকল রেকর্ড(লাইভ চ্যাট এ কথা বলা ,কল রেকোর্ড ,IP এড্রেস ) আমাদের অফিসিয়াল সার্ভার এ স্টোর করা থাকবে বাংলাদেশ সরকার অথবা যেকোনো আইননানুগ কাজে আমরা তা দিতে বাধ্য।
১১। টাকা অথবা ডলার অবশ্যই আপনাকে আপনার নিজের একাউন্ট অথবা নাম্বার থেকে পাঠাতে হবে এবং গ্রহণ করতে হবে। অন্য কারণ একাউন্ট অথবা নম্বর থেকে টাকা অথবা ডলার পাঠালে আমাদের সার্ভিস চার্জ ও সেন্ডিং ফী কেটে বাকি টাকা অথবা ডলার ব্যাক দেয়া হবে এবং আপনার ID টি ব্যান করা হবে।
এছাড়া যেকোনো সময় আমাদের নিয়ম এর পরিবর্তন হতে পারে এক্ষেত্রে অ্যাডমিন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
| Gateway | Fee Amount |
USDT TRC20 |
1 USDT |
USDT BEP20 |
0.06 USDT |
TRON TRX |
Min. 0.06 USD - Max. 1.4 TRX) |
Smart Chain BNB |
0.06 USD |
Litecoin |
0.06 USD |
Dogecoin |
Min. (0.50 USD - Max. 4 Dogecoin) |
Ton (Ton Chain) |
0.06 USD |
POL (Polygon Pos) |
0.06 USD |
BTC |
0.00011BTC |