আমাদের শর্তাবলী সমূহ :
01. আমরা বাংলাদেশ এর বাইরে কোনোভাবেই টাকা অথবা ডলার পাঠাই না।
02. এই ওয়েবসাইট টি শুধুমাত্র ফ্রীল্যান্সারদের সুবিধার জন্য পরিচালিত। কিছু প্রফিট এর বিনিময়ে এক ফ্রীল্যান্সার হতে অন্য ফ্রীল্যান্সার এর কাছে প্রয়োজনীয় ডলার পাঠানো এই ওয়েবসাইট করে থাকে।আমরা কোনো টাকাকে ডলার এ রূপান্তরিত করি না এটি একটি সাইট মাত্র। কেও জুয়া , কোনো অবৈধ সন্ত্রাসমূলক কাজের ক্ষেত্রে ,এই ওয়েবসাইট হতে ডলার ক্রয় করবেন না অথবা কারো ডলার হ্যাক অথবা প্রতারণা করে বিক্রি করবেন না আপনার তথ্য প্রশাসনিক কাজে আমরা দিতে বাধ্য।
03. অর্ডার করার সময় তাড়াহুড়া করবেন না এবং অর্ডার কমপ্লিট করার জন্য অ্যাডমিন কে বার বার নক করবেন না মাথায় রাখবেন এটি অনেক সেনসেটিভ একটি জিনিস ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ট্রান্সেকশন এ ভুল হলে সেটির দায়িত্ব আপনার। সুতরাং সাবধান
04. প্রতিটা অর্ডারে টাকার পরিমাণ রাউন্ড ফিগারে বা টাকার শেষে সংখ্যা যেন 0, 5 অথবা 10 হয়। যেমন: 1000, 1005 বা 5010 এরকম করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সেল অর্ডার রাউন্ড ফিগার করার জন্য ১-৩টাকা ফি কর্তন করা হবে। রাত ১১.৩০মি. পর থেকে সকাল ৮ পর্যন্ত বি*কাশ,নগদ ও রকেটে কোন টাকা পাঠাবেন না, পাঠালে আপনার একাউন্ট ব্যান/ব্লক করে দেওয়া হবে। সকাল ৯টা থেকে ১১.৩০মিনিট পর্যন্ত বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে পারবেন।
05. আপনি যদি প্রতারণা কারীর কেউ হন এবং এটি যদি আমাদের কাছে প্রমান থাকে তাহলে আমরা আপনার ট্রান্সেকশন টি ব্লক করবো প্রয়োজন এ আমরা আইন এর সহায়তা নিবো সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
06. আমাদের কোম্পানি এর নাম কপি করে বিসনেস করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো।
07. আমাদের কোম্পানি এর নামে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
08. আমাদের নাম দিয়ে কারো সাথে ফেসবুক অথবা অন্য কোনো মাধ্যমে কারো সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন। এরকম কিছু পেলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা ১০০% নিবো। সুতরাং এটি থেকে সাবধানে থাকবেন।
আমরা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাদ্ধমে লেনদেন করি না। উপরের সকল তথ্য অনুসারে আমাদের সকল গ্রাহক দেরকে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো।
09. এছাড়া যেকোনো অবৈধ ও খারাপ কাজে আমাদের দেওয়া ডলার অথবা টাকা টি নয় সেজন্য ভুলেও আমাদের কে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করবেন না। আপনার সকল রেকর্ড(লাইভ চ্যাট এ কথা বলা ,কল রেকোর্ড ,IP এড্রেস ) আমাদের অফিসিয়াল সার্ভার এ স্টোর করা থাকবে বাংলাদেশ সরকার অথবা যেকোনো আইননানুগ কাজে আমরা তা দিতে বাধ্য।
10. টাকা অথবা ডলার অবশ্যই আপনাকে আপনার নিজের একাউন্ট অথবা নাম্বার থেকে পাঠাতে হবে এবং গ্রহণ করতে হবে। অন্য কারণ একাউন্ট অথবা নম্বর থেকে টাকা অথবা ডলার পাঠালে আমাদের সার্ভিস চার্জ ও সেন্ডিং ফী কেটে বাকি টাকা অথবা ডলার ব্যাক দেওয়া হবে এবং আপনার ID টি ব্যান করা হবে।
১১. ক্রিপটো কারেন্সি নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে কোন পেমেন্ট যদি না আসে সেটার জন্য Safepaydollar.com কোনভাবেই দায়ী থাকবে না। তাছাড়া কোন ওয়ালেট হঠাৎ বন্ধ/দেউলিয়া হয়ে গেলে পেমেন্ট সংক্রান্ত কোন সমস্যা তৈরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এছাড়া যেকোনো সময় আমাদের নিয়ম এর পরিবর্তন হতে পারে এক্ষেত্রে অ্যাডমিন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।